justice

মুখবন্ধ


একটি জাতি তথা একটি রাষ্ট্রের আইন ব্যাবস্থা যত উন্নত, সেই জাতি তথা সেই রাষ্ট্র তত উন্নত। একটি রাষ্ট্রের আইন ব্যবস্থায় ফুটে উঠে সেই রাষ্ট্র তথা জাতির প্রজ্ঞা, বিবেক এবং চিন্তার প্রতিচ্ছবি। পৃথিবীর প্রতিটি রাষ্ট্রের রয়েছে তাদের নিজস্ব আইন ব্যবস্থা সেদিক থেকে বাংলাদেশ ও এর ব্যাতিক্রম নয়। আমার এ ব্লগে আমি বাংলাদেশের প্রধান প্রধান আইনগুলো তুলে ধরার চেষ্টা করব। আপনারা যারা নিজেকে একজন আইনজীবী হিসেবে গড়ে তুলতে চান, তাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াশ। আমার এই ব্লগটি প্রতিনিয়ত নতুন তথ্য সংযোজন হচ্ছে তাই সাথেই থাকুন। আমি নিজেও একজন আইনের ছাত্র তাই এই ব্লগে আমি আইনকে আমার মত করে সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করব। আপনার অনুপ্রেরণাই আমার চলার পথের পাথেয়। সেক্ষেত্রে আমার অনিচ্ছায় যদি কোন ত্রুটি হয়ে যায় তবে সেক্ষেত্রে আপনার সুচিন্তিত মতামত আমার একান্ত প্রয়োজন। ধন্যবাদ।


bbc




'আইন জানুন আইন মানুন'