তামাদি আইন



তামাদি অর্থ বিলুপ্ত বা অচল। যার ইংরেজী নাম Limitation Act। তামাদি একটি আরবি শব্দ যার আভিধানিক অর্থ হলো কোন কিছু বিলুপ্ত হওয়া কিংবা বাধা প্রাপ্ত হওয়া। সুতরাং উৎপত্তিগত অর্থে নির্দিষ্ট সময়ের মধ্যে কোন আইনগত দাবী আদায় বা প্রতিষ্ঠার জন্য ব্যবস্থা গ্রহন না করিল, উক্ত দাবী নষ্ট হইয়াছে বলিয়া আইনে পরিগণিত হইবে, ইহাই তামাদি। লর্ড কর্ণওয়ালিশের সূর্যাস্ত আইনের মাধ্যমেই এই তামাদি আইনের জন্ম। সুর্যাস্ত আইন হলো সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই জমিদারী খাজনা পরিশোধ না করতে পারলে তাহার জমির স্বত্ব বিলুপ্ত হবে, এটাই ছিল সুর্যাস্ত আইনের মূলকথা। তামাদি হলো সময় গণনার নিয়ম। তামাদি আইন ১৯০৮ সালের ৯নং আইন। তামাদি আইন ১৯০৯ সালের ১লা জানুয়ারী হতে কার্যকর হয়।




Limitation Act At a Glance

** বাংলা নামঃ তামাদি আইন

 ** ইংরেজী নামঃ Limitation Act 

 ** আইন নংঃ ১৯০৮ সালের ৯নং আইন 

** কার্যকরঃ ১৯০৯ সালের ১লা জানুয়ারী 

** ধারাঃ ২৯ টি 

** তফসিলঃ ৩টি (২য় ও ৩য় তফসিল বিলুপ্ত) 

** ১ম তফসিলে অনুচ্ছেদ সংখ্যাঃ ১৮৩ 

 **প্রকৃতিঃ পদ্ধতিগত আইন (Limitation Act)



No comments:

Post a Comment