Bangladesh Bar Council Order & Rules



বাংলাদেশ বার কাউন্সিল একাট বিধিবদ্ধ, স্থায়ী ও স্বায়ত্ত্বশাসিত সংস্থা। বাংলাদেশ বার কাউন্সিল সমগ্র বাংলাদেশের আইনজীবীদের তালিকাভুক্তি, আচরণবিধি, শাস্তি তথা সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে। একজন আইনজীবীর আইনপেশার শুরু থেকে শেষ পর্যন্ত এই সংস্থা নিয়ন্ত্রণ করে থাকে। বাংলাদেশ বার কাউন্সিল এর সকল কার্যক্রম President’s Order no. 46 of 1972. “THE BANGLADESH LEGAL PRACTITIONERS AND BAR COUNCIL ORDER & RULES, 1972” দ্বারা নিয়ন্ত্রিত। ১৯৭৪ সনের আগে যতগুলো আইন হয়েছে তার সবগুলো রাষ্ট্রপতির অধ্যাদেশ দ্বারা হয়েছে। কারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৭৪ সালে।





“THE BANGLADESH LEGAL PRACTITIONERS AND BAR COUNCIL ORDER & RULES, 1972” At a Glance


** রাষ্ট্রপতির আদেশ নংঃ ১৯৭২সালের ৪৬নং আদেশ

 ** কার্যকরঃ ২৬শে মার্চ ১৯৭১ 

** অনুচ্ছেদঃ ৪৬টি

**বিধিঃ ১০১টি

 **পেশাগত আচরণ ও শিষ্ঠাচার সম্পর্কিত অধ্যায়ঃ ৪টি 

**পেশাগত আচরণ ও শিষ্ঠাচার সম্পর্কিত বিধিঃ ৪২টি

 **প্রকৃতিঃ সংবিধিবদ্ধ সংস্থা (Statutory Body)



No comments:

Post a Comment