দন্ডবিধি যার ইংরেজী নাম Penal Code। দন্ডবিধির প্রবক্তা লর্ড ম্যাকলে ১৮৩৩ সালে দন্ডবিধি আইন নামে একটি আইনের খসড়া তৈরী করেন যা ১৮৬০ সালের ৬ই অক্টোবর আইনে পরিণত হয়। এটি ১৮৬০ সালের ৪৫ নং আইন। ১৮৬২ সালের ১লা জানুয়ারী ‘Indian Penal Code’ নামে আইনটি কার্যকর হয়। পরবর্তীকালে ১৯৭৩ সালের ৩০শে জুন ৮নং আইন দ্বারা তৎকালীন পাকিস্থান শব্দটি বাদ দিয়ে এর নামকরণ করা হয় দন্ডবিধি।
Penal Code At a Glance
** বাংলা নামঃ দন্ডবিধি
** ইংরেজী নামঃ Penal Code
** আইন নংঃ ১৮৬০ সালের ৪৫ নং আইন
** কার্যকরঃ ১৮৬২ সালের ১লা জানুয়ারী
** ধারাঃ ৫১১টি
**অধ্যায়ঃ ২৩টি
**প্রকৃতিঃ মূল আইন (Substantive Law)
No comments:
Post a Comment