সাক্ষ্য আইন



সাক্ষ্য আইন যার ইংরেজী নাম Evidence Act। সাক্ষ্য আইনের প্রবক্তা হলেন Sir James Stephen (স্যার জেমস্ ষ্টিপেন)। সাক্ষ্য আইন মূলত British Jury System এর ফল, তথা British আইনই হলো সাক্ষ্য আইনের উৎস। সাক্ষ্য আইন সবচেয়ে পুরাতন আইন। ১৮৭২ সালের ১৫ই মার্চ সাক্ষ্য আইন সর্বপ্রথম আইনে পরিণত হয়। সাক্ষ্য আইন ১৮৭২ সালের ১নং আইন। এটি ১৮৭২ সালের ১লা সেপ্টেম্বর হতে কার্যকর হয়।



Evidence Act At a Glance

** বাংলা নামঃ সাক্ষ্য আইন 

** ইংরেজী নামঃ Evidence Act 

 ** আইন নংঃ ১৮৭২ সালের ১নং আইন 

** কার্যকরঃ ১৮৭২ সালের ১লা সেপ্টেম্বর 

** ধারাঃ ১৬৭ টি

 **প্রকৃতিঃ পদ্ধতিগত আইন (Procedural Law)


No comments:

Post a Comment