সুনির্দিষ্ট প্রতিকার আইন


সুনির্দিষ্ট প্রতিকার আইন অনেক পুরাতন একটি আইন যার ইংরেজী নাম Specific Relief Act বা SR Act বলা হয়ে থাকে। সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭ সালে প্রণীত হয়। সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭ সালের ১ নং আইন। প্রকৃতপক্ষে ইকুইটি তথা ন্যায়পরায়নতার নীতি হতে এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের উৎপত্তি। এটি সর্বদা দেওয়ানী কার্যবিধিকে অনুসরণ করে থাকে। দেওয়ানী মোকদ্দমা দায়েরের মাধ্যমে বাদী যে প্রতিকার প্রার্থনা করে এবং আদালত সেই প্রার্থনা অনুযায়ী যে প্রতিকার মঞ্জুর করে থাকেন তাই সুনির্দিষ্ট প্রতিকার। তাই বলা যায় সুনির্দিষ্ট প্রতিকার আইনের সকল মোকদ্দমাই দেওয়ানী মোকদ্দমা। আইনসঙ্গত বাধ্যবাধকতা সঠিকভাবে সম্পাদন করার উদ্দেশ্যে এই প্রতিকার মঞ্জুর করা হয়। এক কথায় সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে যে প্রতিকার মঞ্জুর করা হয় তাই সুনির্দিষ্ট প্রতিকার। 



Specific Relief Act 1877 At a Glance 

 ** বাংলা নামঃ সুনির্দিষ্ট প্রতিকার আইন 

** ইংরেজী নামঃ Specific Relief Act 

** আইন নংঃ ১৮৭৭ সালের ১নং আইন 

** কার্যকরঃ ১৮৭৭ সালের ১লা মে 

** মোট ধারাঃ ৫৭ টি 

** খন্ডঃ ৩ টি 

** অধ্যায়ঃ ১০ টি 

** প্রকৃতিঃ মূল আইন (Substantive Law)



No comments:

Post a Comment